ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় মাদক সেবন-বিক্রির দায়ে ৪ জনকে দণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫০, সেপ্টেম্বর ২৩, ২০১৮
খুলনায় মাদক সেবন-বিক্রির দায়ে ৪ জনকে দণ্ড

খুলনা: খুলনায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪ জনকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খুলনা জেলা প্রশাসন।

এ অভিযানে মহানগরের ফুলবাড়ি গেটের মো. জালাল মোল্যাকে (৬৭) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দৌলতপুরের আলম শেখ (৩৮), পূর্ব বানিয়াখামারের আশা ওরফে বেবী (৩০) ও খাদিজা আক্তার রিয়াকে (২০) ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।  

তিনি বাংলানিউজকে জানান, মাদকের বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা,  সেপ্টেম্বর ২২, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।