ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, সেপ্টেম্বর ২২, ২০১৮
রাজধানীতে জেএমবি সদস্য আটক

ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে শাহাতাব উদ্দিন (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির গায়রে এহসার শাখার এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২২ সেপ্টেম্বর) ভোরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই উদ্ধার করে র‌্যাব-১।


 
র‌্যাব-১ এর মেজর ইশতিয়াক বাংলানিউজকে বলেন, আটক শাহাতাব দীর্ঘদিন ধরে জেএমবির সঙ্গে জড়িত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, জেএমবির শুরুর দিকের সদস্য তিনি। মূলত দলের দাওয়াতি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট তিনি।

তিনি বলেন, শাহাতাব কিছুদিন নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন। এরপর আবারও সক্রিয়ভাবে দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

‘জিজ্ঞাসাবাদ শেষে তার পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ’
 
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।