ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

নিয়োগের তারিখ হতে চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, সেপ্টেম্বর ২২, ২০১৮
নিয়োগের তারিখ হতে চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন

ব‌রিশাল: সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে চাকরি সরকারিকরণের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি বরিশাল কলেজ।  

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কর্মচারীরা দু’দফা দাবি তুলে ধরেন।

দাবি গুলো হচ্ছে, সরকারি কলেজে নিয়োজিত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকরি সরকারিকরণ করতে হবে এবং চাকরি সরকারিকরণের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা দিতে হবে।

বাংলা‌দেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।