ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, এপ্রিল ১৮, ২০১৮
তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় পানিতে ডুবে শুভশ্রী মুখার্জী (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

শুভশ্রী মুখার্জী ওই উপজেলার মাগুরা চরগ্রামের শঙ্কর মুখার্জীর মেয়ে।

সে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

গোপালপুর গ্রামের তপন হালদার বাংলানিউজকে জানান, তার জামাতা শঙ্কর মুখার্জী বেনাপোল পল্লীবিদ্যুৎ অফিসে চাকরি করেন। এজন্য নাতনী শুভশ্রীকে তার কাছে রেখে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি করে দেন। বুধবার তিনি বাড়ির পাশে গোপালপুর খালে গোসল করতে গেলে শুভশ্রী তার সঙ্গে যায়। গোসল করার এক পর্যায়ে তিনি শুভশ্রীকে না পেয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে না পেয়ে খালে কয়েকজন জেলের সহায়তায় সন্ধান চালিয়ে শুভশ্রীকে কাদা-জলের মধ্যে দাঁড়ানো অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।