বুধবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শুভশ্রী মুখার্জী ওই উপজেলার মাগুরা চরগ্রামের শঙ্কর মুখার্জীর মেয়ে।
গোপালপুর গ্রামের তপন হালদার বাংলানিউজকে জানান, তার জামাতা শঙ্কর মুখার্জী বেনাপোল পল্লীবিদ্যুৎ অফিসে চাকরি করেন। এজন্য নাতনী শুভশ্রীকে তার কাছে রেখে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি করে দেন। বুধবার তিনি বাড়ির পাশে গোপালপুর খালে গোসল করতে গেলে শুভশ্রী তার সঙ্গে যায়। গোসল করার এক পর্যায়ে তিনি শুভশ্রীকে না পেয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে না পেয়ে খালে কয়েকজন জেলের সহায়তায় সন্ধান চালিয়ে শুভশ্রীকে কাদা-জলের মধ্যে দাঁড়ানো অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি