ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সেন্টমার্টিনে এক লাখ ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৮, এপ্রিল ১৮, ২০১৮
সেন্টমার্টিনে এক লাখ ইয়াবাসহ যুবক আটক ইয়াবাসহ আটক সাদ্দাম হোসেন

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ  ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান। আটক সাদ্দম সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় মৃত মো. সফির ছেলে।

জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় সাব্বির আহমদের ছেলে বেলালের বাড়িতে ইয়াবার বড় চালান মজুদের রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক বেলাল, অপর সহযোগী মৃত খলিলুর রহমানের ছেলে তালেব (৩৮), মৃত সুলতান আহাম্মদের ছেলে জুবায়ের পালিয়ে গেলেও সংশ্লিষ্টতার অভিযোগে সাদ্দামকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ও পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে হয়েছে।

আটক আসামি সাদ্দাম হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।