ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে জেএমবির নারী সদস্যসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, এপ্রিল ১৮, ২০১৮
না.গঞ্জে জেএমবির নারী সদস্যসহ আটক ৩ র‌্যাবের হাতে আটক জেএমবি সদস্যরা/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নারীসহ সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটক জেএমবি সদস্যরা হলেন- সোনারগাঁয়ের জান্নাতুল নাঈম মিতু (১৯), তার দুই সহযোগী চট্টগ্রামের রাউজান এলাকার মেহেদী হাসান মাসুদ (২২) ও নোয়াখালীর হাতিয়া এলাকার আকবর হোসেন সুমন (৩০)।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে র‍্যাব জানায়, গত ২ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মো. নুরুল ইসলাম তার মেয়ে-জামাই জুয়েলসহ র‌্যাব-১১ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার মেয়ে জান্নাতুল নাঈম মিতু জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং সে (মিতু) রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য দুই বছরের শিশু সন্তান রোজা আক্তারসহ ৩১ মার্চ বাসা থেকে বেরিয়ে গেছেন। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারিসহ নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালায় র‌্যাব-১১ এর সদস্যরা। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা কেল্লা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট, মোবাইল ও ব্যাগ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতু জানায়, ২০১৬ সালের জুলাই মাসে ফেইসবুক আইডি ‘আল্লাহর সৈনিক’ এর মাধ্যমে মেহেদী হাসান মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। মেহেদী তাকে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিমদের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ‘জসিম উদ্দিন রাহমানির উগ্রবাদী’ বক্তব্য সম্বলিত বিভিন্ন বক্তব্য সরবরাহ করেন।

এ প্রেক্ষিতে ধীরে ধীরে তিনি উগ্রবাদে আকৃষ্ট হলে তাকে জেএমবির সদস্য হওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়। এছাড়াও নামাজ আদায় ও দাঁড়ি না রাখলে তার স্বামীকে পরিত্যাগ করা উচিত বলে বিভিন্ন ফতোয়া দেয় মেহেদী হাসান।

এরপর থেকে জান্নাতুল নাঈম মিতু তার ফেইসবুক আইডি ‘এসো ইসলামের পথে’ এবং ‘আলোর পথ ইসলাম’ থেকে বিভিন্ন যুদ্ধ, অস্ত্রের স্থিরচিত্র এবং ভিডিওসহ বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করতে থাকেন। এবং কাছের বন্ধু-বান্ধবদের জিহাদের দাওয়াত দেওয়া শুরু করেন।

এক পর্যায়ে তারা নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকার কয়েকজন জেএমবি সদস্যের সঙ্গে যোগাযোগ করে সংগঠনের কর্মী সংগ্রহের জন্য দেশের বিভিন্ন স্থানে সফরের পরিকল্পনা নেয়। এ লক্ষ্যেই তারা নারায়ণগঞ্জে একত্রিত হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে মিতু।

মিতু ২০১৭ সালে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে বর্তমানে একই কলেজে এইচএসসিতে অধ্যয়নরত।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।