বদরগঞ্জে ঝড়ে গাছ চাপায় প্রাণ গেল নারীর। ছবি: বাংলানিউজ
রংপুর: রংপুরের বদরগঞ্জে ঝড়ে গাছ চাপায় অমিছা বেগম (৩৮) নামে এক নারী মারা গেছেন।
মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মধুপুর ইউপির আউলিয়াগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অমিছা আউলিয়াগঞ্জ রেলস্টেশনের পাশে রেলের জায়গায় টিনের চালা ঘরে বসবাস করতেন।
মঙ্গলবার রাতের ঝড়ে তার চালা ঘরের উপর একটি গাছ ভেঙ্গে পড়লে চালা ঘরটির নিচে চাপা পড়েন অমিছা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আউলিয়াগঞ্জ এলাকায় কচু শাক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ওবায়দুল নামে পাঁচ বছর বয়সী শিশুটি বেঁচে যায়। আনিছা আউলিয়াগঞ্জ এলাকার মফিজ উদ্দিনের স্ত্রী।
মৃত্যুর খবরটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।