বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. আ. হান্নানের আদালত এ রায় ঘোষণা করেন।
এরআগে বুধবার (১১ এপ্রিল) জেএমবি সদস্য সাইফুল ও মফিজুলের বিরুদ্ধে যুক্তিকর্ত (আর্গুমেন্ট) শেষে ১৮ এপ্রিল রায় ঘোষণার দিনধার্য্য করেছিলেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জাসমীন আহমেদ বাংলানিউজকে বলেন, একটি মামলায় মৃত্যুদণ্ডসহ একাধিক মামলায় সাইফুলের বিরুদ্ধে সাজা হয়েছে। এরমধ্যে সাক্ষী শেষে সোনারগাঁও থানার একটি বিস্ফোরক আইনের মামলায় সাইফুল ইসলাম ও তার সহযোগী মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিকর্ত উপস্থাপন শেষে আদালত এ রায় দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেফতার করে।
সাইফুলের দেওয়া তথ্য অনুযায়ী, তাকে নিয়ে র্যাব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি সোনারগাঁওয়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি দেশীয় তৈরি হ্যান্ডগ্রেনেড বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল জব্দ করে। এ ঘটনায় র্যাবের ডিএডি আ. ছালাম বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
জিপি