ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোলাপগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৩, এপ্রিল ১৮, ২০১৮
গোলাপগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী বসন্তপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আমির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।

নিহত আমির ওই গ্রামের আব্দুল হকের ছেলে। সে বসন্তপুর স্কুল থেকে এ বছর মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) দিয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচ যুবককে আটক করেছে। আটককৃতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী।

তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে বছরখানেক আগে থেকে এলাকার প্রতিপক্ষ তানভীরগংদের সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছিল আমির হোসেনদের। মঙ্গলবার দিবাগত রাতে এই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বসন্তপুর বাজার এলাকায় আমিরকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আমিরের মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা রয়েছে।

এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওই ওসি।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।