বুধবার (১৮ এপ্রিল) সকাল নয়টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রোজিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনিসুজ্জামান বাগেরহাট পৌরসভার হরিণখানা এলাকার আলী বক্স গাজীর ছেলে। তিনি শহরের রাহাতের মোড়ে ইসমাইল অপটিক্যাল ও মিঠাপুকুর পাড়ের সবুজ অরণ্য নার্সারির মালিক ছিলেন।
বাগেরহাট মহাসড়কের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এসময় ঘটনাস্থলেই আরোহী আনিসুজ্জামানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে খুলনা নেওয়ার পথে মেয়ে রাণীসার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮/আপডেট: ১১৩০ ঘণ্টা
আরএ