মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঝড়ো বাতাস কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
তবে ঝড়ো বাতাসে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় কয়েক’শ যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
** পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসআরএস