বুধবার (১৮ এপ্রিল) রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, তীব্র ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির কারণে সোয়া ১২টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টি কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঝড় বৃষ্টির দিন গুলোতে প্রায়ই ফেরিগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে অবস্থানরত যাত্রীদের মধ্যে স্বস্থি ফিরেছে।
ঘাট এলাকায় দেড়শত পণ্যবাহী ট্রাক, বাস ও প্রাইভেটকার ঘাট এলাকায় পারের অপেক্ষায় অবস্থান করছে বলেও জানান তিনি।
** শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসআরএস