সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাকের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটের তেতনা এলাকায়।
দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দেব সিনহা।
তিনি জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন পথচারী রাজ্জাক। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরএস/এএটি