সোমবার (০৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, সকালে ভোগড়া বাইপাস এলাকায় ওসমান আলী সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
আগুনে ওই মার্কেটের খাবার হোটেল, টেইলাস, আলমারি, সাইকেলের দোকানসহ ছোট-বড় ২৫টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আগুনে পুড়ে আনুমানিক ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরএস/এসআরএস