ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনাগাজীতে ৩ বাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মালপত্র লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, এপ্রিল ৯, ২০১৮
সোনাগাজীতে ৩ বাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মালপত্র লুট

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে একরাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (৮ এপ্রিল) দিনগত গভীররাতে ওই এলাকার নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি, হারুন ডিলারের বাড়ি ও বশির মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এর মধ্যে হারুন ডিলারের বাড়ির দরজা ভেঙে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৪ লাখ টাকা, একই কায়দায় বশির মোল্লার বাড়িতে ঢুকে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ২০ হাজার টাকা, মূল্যবান মালপত্র ও নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৬টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ’র বাড়ির কেফায়েত উল্লাহ শাকিল বাংলানিউজকে জানান, মধ্যরাতে ডাকাত দল ঘরের বারান্দা ও জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবার মুখ বেঁধে মারধর করে জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম বাংলানিউজকে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বাংলাদেশ সময় ০৮২০ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৮
এসএইচডি/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।