স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (৮ এপ্রিল) দিনগত গভীররাতে ওই এলাকার নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি, হারুন ডিলারের বাড়ি ও বশির মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এর মধ্যে হারুন ডিলারের বাড়ির দরজা ভেঙে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৪ লাখ টাকা, একই কায়দায় বশির মোল্লার বাড়িতে ঢুকে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ২০ হাজার টাকা, মূল্যবান মালপত্র ও নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৬টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।
নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ’র বাড়ির কেফায়েত উল্লাহ শাকিল বাংলানিউজকে জানান, মধ্যরাতে ডাকাত দল ঘরের বারান্দা ও জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবার মুখ বেঁধে মারধর করে জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম বাংলানিউজকে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বাংলাদেশ সময় ০৮২০ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৮
এসএইচডি/আরএ