ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যশোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, এপ্রিল ৯, ২০১৮
যশোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

যশোর: যশোরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আলামিন ওরফে বাবু নামে এক শিশু ধর্ষণকারী নিহত হয়েছে।

সোমবার (০৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার খোলাডাঙ্গা-মণ্ডলগাতী এলাকায় এ 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।

নিহত আলামিন খোলাডাঙ্গা কলোনিপাড়ার মৃত আবু কালামের ছেলে এবং শহরতলীর চাঁচড়া দক্ষিণ পাড়ায় আট বছরের শিশু ধর্ষণকারী।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, সোমবার ভোর রাতে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তিনিসহ একটি অভিযানিক দল মণ্ডলগাতী পৌঁছান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয় সন্ত্রাসীরা এলোপাতারি গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা আশপাশে তল্লাশি চালিয়ে রাস্তার পাশে এক ব্যক্তিকে অস্ত্রসহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ যশোর সদর উপজেলার চাঁচড়া দক্ষিণ পাড়ায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় নিহত আলামিন অভিযুক্ত।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।