ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাবি’তে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, এপ্রিল ৮, ২০১৮
ঢাবি’তে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু ডুমার আয়োজনে ঢাবিতে মূকাভিনয় উৎসব

ঢাকা: 'নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে শুরু হলো তিনদিনের আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। 

ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) আয়োজনে রোববার (৮ এপ্রিল) সন্ধ্যায় শুরু হয় এ উৎসব।

এববারের উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, যুক্তরাষ্ট্র, জাপান জার্মানি ও নেপালের একক এবং বিভিন্ন দলের মূকাভিনয়  শিল্পীরা।

গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর লক্ষ্যে টিএসসি’র সুবজ প্রান্তরে আড়াইশ মূকাভিনয় শিল্পী দলীয় পরিবেশনায় অংশ নেন।  

সন্ধ্যা সাড়ে ৭টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.  মো. আখতারুজ্জামান। এতে প্রধান  অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।  

এসময় ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক উৎসব আয়োজনের জন্য মাইম অ্যাকশনকে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, গিনেস বুকে রেকর্ড করার লক্ষ্যে প্রায় ৩শ মানুষ যে মূকাভিনয়ে অংশ নিয়েছে তাদের সহ উৎসবে অংশ নেয়া সব দেশের শিল্পীদের অভিনন্দন জানাই। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করছি।  

তিনি বলেন, মূকাভিনয় শিল্পীরা কোনো কথা ছাড়াই যা উপস্থাপনা করে তা আমাদের সমাজ পরিবর্তনে অবদান রাখে। ডুমার সাফল্যের বহি:প্রকাশ হলো দ্বিতীয় এ উৎসব। সব শিল্পীদের শুভকামনা জানাই এবং তিনদিনের উৎসব সফলতার সঙ্গে সম্পন্ন হবে সে প্রত্যাশা করি।

উদ্বোধনী দিনে মূকাভিনয় পরিবেশন করে আমেরিকান নিউ মাইম থিয়েটারের পরিচালক বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক কাজী মশহুরুল হুদা, ভারতের সোমা মাইম থিয়েটার, জার্মানির নিমো মাইম, রংপুরের মিরর মাইম থিয়েটার, জাপানের দুজন মাইমশিল্পী এবং আয়োজক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।

উৎসবের অংশ হিসেবে যুক্ত হয়েছে শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ ক্যাম্পাসজুড়ে রোড-শো। গত ২৯ মার্চ থেকে ৭ এপিল পর্যন্ত বিভিন্ন স্কুল, কলেজ ও ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে ট্রাকের ওপরে চলে ১০ দিন ধরে ‘রোড শো।

তিনদিনের এ উৎসব শেষ হবে মঙ্গলবার (১০ এপ্রিল)।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এইচএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।