ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, এপ্রিল ৮, ২০১৮
কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পরিবেশ দূষণ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি করার অভিযোগে দায়ের করা মামলায় সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান হলুদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (০৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস ছালাম খান আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন-সুমন চন্দ্র বসাক, কার্তিক চন্দ্র বসাক, ব্রজগোপাল বসাক, রতন চন্দ্র বসাক, দুলাল চন্দ্র বসাক, দেলোয়ার হোসেন, আসাদুজ্জামান ভূঁইয়া জীবন ও অধীর সরকার।

এর আগে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান হলুদসহ ৯ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

রোববার (০৮ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ কোর্ট পরিদর্শক মো. তৌফিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
গত পহেলা মার্চ পরিবেশ অধিদপ্তরের নরসিংদীর জেলার উপ-পরিচালকের কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল গফুর বাদী হয়ে মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদসহ ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, পরিবেশ আইন অমান্য করে আসামিরা কিশোরগঞ্জ পৌরসভার নগুয়া বিন্নগাঁও এলাকায় শত বছরের প্রাচীন প্রায় ৫০ শতাংশ আয়তনের একটি পুকুরের তিনভাগের একভাগ মাটি ফেলে ভরাট করে ফেলেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।