ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বর্ষবরণের প্রস্তুতি চলছে বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৭, এপ্রিল ৮, ২০১৮
বর্ষবরণের প্রস্তুতি চলছে বরিশালে বর্ষবরণের প্রস্তুতি চলছে বরিশালে। ছবি: বাংলানিউজ

বরিশাল: পাঁচদিন বাদেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এ উৎসবকে ঘিরে বরিশালে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন চারুকলাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী-শিল্পীরা।

আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতেই তাদের এই ব্যস্ততা। বাংলা বছরের প্রথমদিনে বৈশাখ বরণেই থাকছে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখীমেলা।

বর্ষবরণের প্রস্তুতি চলছে বরিশালে।  ছবি: বাংলানিউজচারুকলা ২৭ তম আয়োজনে আগাম সব ধরনের প্রস্তুতি চলছে বরিশালের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক এলাকায় তাদের অস্থায়ী কার্যালয়ে। সেখানে বসে চারুকলার ছাত্র-ছাত্রী, সংগঠক ও শিল্পীরা নতুন করে তৈরি করছেন কৃত্তিম বাঘ,  হরেক রকমের মুখোশ, টাট্টু ঘোড়া ও বর্ণিল প্ল্যাকার্ড আর পাখি।

মঙ্গল শোভাযাত্রা ১৪২৫ আয়োজনের সমন্বয়ক তমাল রায় বাংলানিউজকে বলেন, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই স্লোগানে এবারের বৈশাখ উৎসবের আয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল ৭টায় সিটি কলেজ মাঠের মঞ্চে শুরু হবে চারুকলার আয়োজনে বৈশাখ বরণের দু’দিনব্যাপী কর্মসূচি। বর্ষবরণের প্রস্তুতি চলছে বরিশালে।  ছবি: বাংলানিউজ যেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন নজরুল সাংস্কৃতিক জোট, নৃত্যাঙ্গন ও খেয়ালীগ্রুপ থিয়েটার। এরপর সেখানে গুণীজন ও মুক্তিযোদ্ধাদের রাখি পড়ানো ও সন্মাননা দেওয়া হবে। এরপর ৭টা ৫৯ মিনিটে কলেজ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে নগর প্রদক্ষিণ করা হবে।

তিনি আরও বলেন, আশাকরি নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সামিল হবেন বর্ণময় এই মঙ্গল শোভাযাত্রায়। মঙ্গল শোভাযাত্রা শেষে বরিশাল সিটি কলেজ প্রাঙ্গণে দু’দিনব্যাপী বৈশাখ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সংগীত, নৃত্য, যাত্রাপালার অংশ অভিনয়, জারিগান, মুকাভিনয়সহ সাংস্কৃতিক আয়োজন।

বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে সৃষ্টিশীল কাজ করা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ বিগত ৩৬ বছরের ধারাবাহিকতায় এবারও বর্ষবরণ উপলক্ষে ব্রজমোহন বিদ্যালয় মাঠে কর্মসূচি গ্রহণ করেছে। বর্ষবরণের প্রস্তুতি চলছে বরিশালে।  ছবি: বাংলানিউজএদিকে পহেলা বৈশাখে জেলা প্রশাসনের ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পৃথক মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া বর্ষবরণ উপলক্ষে শব্দাবলীগ্রুপ থিয়েটারসহ সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। পাশাপাশি নগরের প্লানেট পার্কেও মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে বাণিজ্যমেলায়ও বিশেষ ছাড়। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলাই গ্রামীণপর্যায়ে রয়েছে গ্রামীণ বৈশাখী মেলার আয়োজন।

বর্ষবরণকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার টার্গেট হাতে নিয়েছে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।