ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ১ জঙ্গিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, মার্চ ২৮, ২০১৮
আশুলিয়ায় ১ জঙ্গিসহ আটক ৪ আশুলিয়ায় ১ জঙ্গিসহ আটক ৪

আশুলিয়া (ঢাকা): নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ভিওআইপি’র বিভিন্ন সরাঞ্জামাদিও উদ্ধার করা হয়।

বুধবার (২৮ মার্চ) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে র‌্যাব-১০ এর একটি দল ওই চারজনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তাররা হলেন- নাফিস শাকিল, নান্নু, শুভ ও শামীম।

এদের মধ্যে নাফিস শাকিল আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

র‌্যাব জানায়, জঙ্গিবাদে বিভিন্ন সময়ে অর্থায়নের অভিযোগের সূত্র ধরে অভিযান চালিয়ে ডেন্ডাবর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। মূলত জঙ্গি সদস্য নাফিস শাকিলকে আটক করতে গিয়ে পরে তল্লাশি চালিয়ে ভিওআইপি’র অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আরও ৩ জনকে আটক করা হয়। তাদের সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‌্যাব-১০ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুখী এ খবর নিশ্চিত করে জানান, আমাদের কাছে তথ্য ছিল আনসার আল ইসলাম নামে জঙ্গি সংগঠনের এক সদস্য আশুলিয়ার একটি জায়গায় বসে অর্থ সংগ্রহ করছেন। এ তথ্যের ভিত্তিতে তাকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানে জঙ্গি সদস্য নাফিস শাকিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কক্ষ তল্লাশি শেষে জানা যায় তারা প্রত্যেকে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত।

তিনি আরও জানান, গত কয়েকমাস আগে রায়হান নামে এক ব্যক্তি ডেন্ডাবর এলাকায় বাসা ভাড়া নেন। সেখানে শুভ, নাফিস শাকিল, নান্নু, শামীম এ ভিওআইপি ব্যবসা অপারেট করতেন। তারা সিম ক্লোন করে অর্থ আদায় করতেন। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার মহিউদ্দিন ফারুখী।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।