ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

প্লেন দুর্ঘটনায় নিহত প্রিয়ক-প্রিয়ন্ময়ী দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, মার্চ ২০, ২০১৮
প্লেন দুর্ঘটনায় নিহত প্রিয়ক-প্রিয়ন্ময়ী দাফন সম্পন্ন প্লেন দুর্ঘটনায় নিহত বাবা-মেয়ের দাফন সম্পন্ন/ ছবি: বাংলানিউজ 

গাজীপুর: নেপালের কাঠমাণ্ডুতে প্লেন দুর্ঘটনায় নিহত গাজীপুরের এফ এইচ প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ন্ময়ীর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে ‌গাজীপুরের শ্রীপুরে দু‌টি জানাজা ‌শে‌ষে প্রিয়কের বা‌ড়ির সামনে তাদের দাফন করা হয়।

নিহত প্রিয়কের মামাতো ভাই সানি আহমেদ বাংলানিউজকে জানান, প্রিয়ক ও তার মেয়ে তামাররা প্রিয়ন্ময়ীর দু‌টি জানাজা শেষে দুপুর ১২টার দি‌কে নিজ বা‌ড়ি‌র সামনে দাফন করা হয়েছে।

 

সকাল ৯টায় শ্রীপুরের আবদার এলাকায় আব্দুল আওয়াল কলেজ মাঠে প্রথম জানাজা এবং বেলা ১১টায় তাদের বাড়ির পাশে জৈনাবাজার সংলগ্ন মাতাব্বর বাড়ির মাঠে ‌দ্বিতীয় জানাজা অনু‌ষ্ঠিত হয়।  

এর আগে, সোমবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে বাবা-মেয়ের মরদেহ শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকায় তাদের বাড়িতে আনা হয়।  

** বিএস২১১: শ্রীপুরে বাবা মেয়ের প্রথম জানাজা সম্পন্ন

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮ 
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।