ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৬, মার্চ ১৯, ২০১৮
ফেনীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ফেনী: ফেনীতে ৯৮ বোতল ফেনসিডিলসহ মো. আবুল কাশেম প্রকাশ ওরফে ফেন্সি কাশেম (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা প্রশাসনের মাদক বিরোধী ট্রাস্কফোর্স।

সোমবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ফেনী। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইকবালুর রহমান ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটকের পর আবুল কাশেমের বিরুদ্ধে মামলা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।