ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

মিরপুরে ঘিরে রাখা বাড়ি থেকে নারীসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, মার্চ ১৯, ২০১৮
মিরপুরে ঘিরে রাখা বাড়ি থেকে নারীসহ আটক ৩

ঢাকা: মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে ঘিরে রাখা বাড়ি থেকে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ মার্চ) রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া সাংবাদিকের বিষয়টি জানান।

আছাদুজ্জামান মিয়া জানান, ওই বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং বিস্ফোরণ ঘটায়। এরা জঙ্গি গোষ্ঠীর কেউ কি না এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা বাসার পেছনের বারান্দা দিয়ে দেওয়াল টপকে পালিয়ে গেছে। বাড়িটিতে তল্লাশি চালিয়ে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার করা হয়নি।


**মিরপুরে ২ পুলিশ গুলিবিদ্ধ, ঘিরে রাখা হয়েছে বাড়ি

**মিরপুরে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
পিএম /এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।