ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

মিরপুরে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়,ঘিরে রাখা হয়েছে বাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, মার্চ ১৯, ২০১৮
মিরপুরে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়,ঘিরে রাখা হয়েছে বাড়ি

ঢাকা: মিরপুরের মধ্য পীরেরবাগ আলিম উদ্দিন স্কুলের পাশে একটি বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সোমবার (১৯ মার্চ) রাতে ওই স্কুলের পাশে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল।

ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছুড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর থেকে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

তিনি আরো জানান, অাহত দুই পুলিশ সদস্যের মধ্যে জালাল উদ্দিন নামে এক পুলিশ পরিদর্শক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, মার্চ  ২০, ২০১৮ আপডেট: ০২১৩ ঘণ্টা
এজেডএস/পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।