ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

হাউজ বিল্ডিংয়ের নতুন চেয়ারম্যান ড. সেলিম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, মার্চ ১৮, ২০১৮
হাউজ বিল্ডিংয়ের নতুন চেয়ারম্যান ড. সেলিম 

ঢাকা: বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. সেলিম উদ্দিন।

রোববার ( ১৮ মার্চ) চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। হাউজ বিল্ডিং করপোরেশনের পাঠানো এক প্র্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ড. সেলিম উদ্দিনকে বিএইচবিএফসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের ছেলে ড. সেলিম। এছাড়া তিনি রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সঙ্গেও যুক্ত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।