ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

আদালতের এজলাসে জ্ঞান হারিয়ে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, মার্চ ১৮, ২০১৮
আদালতের এজলাসে জ্ঞান হারিয়ে আসামির মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ আদালতের এজলাসে আনার পর মানিক মিয়া (৬০) নামে এক আসামি জ্ঞান হারিয়ে ফেলেন। এর কিছুক্ষণ পর মৃত্যু হয়েছে তার। 

রোববার (১৮ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

রোববার (১৮ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির আকন্দ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

মানিক মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে।

আদালত সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে নারান্দী গ্রামের পাশের গ্রাম সুপন্দীর বাসিন্দা গোলাম মোস্তফার দায়েরকৃত মামলার আসামি ছিলেন মানিক মিয়া। রোববার (১৮ মার্চ) দুপুরে মানিক মিয়াকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। একপর্যায়ে আদালতের এজলাসে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ অবস্থায় মানিক মিয়াকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।