ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, মার্চ ১৮, ২০১৮
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আবদুর রশিদ (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। রশিদ কুমিলার ভাংগুরা উপজেলার আবুল হোসেনের ছেলে।

 

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনে তাকে ধাক্কা দেয়। এ সময় পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, রশিদ চোখের চিকিৎসা করার জন্য ঢাকায় এসে তার এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন। চোখে কম দেখার কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তার সঙ্গে সাত বছরের একটি সন্তান ছিল। তার নাম জানা যায়নি। তবে শিশুটি ভালো আছে। রশিদ একটি্ ওষধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।