ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

রাঙ্গাবালীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, মার্চ ১৮, ২০১৮
রাঙ্গাবালীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।

এ ঘটনায় শনিবার (১৭ মার্চ) দিনগত রাতে ওই গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন-ওই ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত আজাহার হাজীর ছেলে সোহেল ও একই গ্রামের মৃত আব্দুল আলী ফরাজীর ছেলে সোহাগ ফরাজী।

 

মামলা সূত্রে জানা গেছে, বসতঘর নির্মাণের জন্য ওই গৃহবধূর স্বামী প্রায় ১৫ দিন আগে আসামি সোহাগ ফরাজীর কাছ থেকে ছয় মাসের জন্য দেড় গুণ সুদে টাকা আনেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই শুক্রবার (১৬ মার্চ) রাতে সোহাগ মোবাইলে টাকা ফেরত দেওয়ার কথা বলে। ওই রাতেই সোহাগ এবং অপর আসামি সোহেল বাড়িতে এসে তার স্বামীকে ভয় দেখিয়ে ঘরের বাইরে নিয়ে যান।  

পরে সোহাগ তার স্বামীকে আটকে রাখেন এবং সোহেল গৃহবধূকে ধর্ষণ করেন।  

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, গৃহবধূ বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।