ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০২, মার্চ ১৮, ২০১৮
বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১ প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শামীন একই গ্রামের বাসিন্দা সাহেব আলীর ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ মার্চ) ভোরে ভিকটিম ঘর থেকে বের হয়ে টয়লেটে যান।

এসময় শামীম ভিকটিমকে ধর্ষণ করে।

কিশোরী তার মায়ের কাছে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় শামীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস জানান, পুরো ঘটনার তদন্তে ভিকটিম ও আটককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।