ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাস শুনলো হাজারও শিক্ষার্থী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, মার্চ ১৭, ২০১৮
মুক্তিযুদ্ধের ইতিহাস শুনলো হাজারও শিক্ষার্থী  মুক্তিযুদ্ধের ইতিহাস শুনছে হাজারো শিক্ষার্থী

মানিকগঞ্জ: জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনলো হাজারও শিক্ষার্থী। 

শনিবার (১৭ মার্চ) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ২৫ মার্চ গণহত্যা এবং ৭১ সালের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্ণনা করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।  
মুক্তিযুদ্ধ সম্পর্কে বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা সংগঠক ও সাবেক সংসদ সদস্য মো. মফিজুল ইসলাম খান কামাল
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে বক্তব্য রাখেন- মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা সংগঠক ও সাবেক সংসদ সদস্য মো. মফিজুল ইসলাম খান কামাল, সাটুরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান, বদিউল ইসলাম, আব্দুর রহমানসহ উপজেলার প্রায় ১৫ জন মুক্তিযোদ্ধা।

 

এ সময় উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।