ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

পত্নীতলায় ট্রলি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, মার্চ ১৭, ২০১৮
পত্নীতলায় ট্রলি উল্টে চালক নিহত পত্নীতলায় ট্রলি উল্টে চালক নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় মালবাহী ট্রলি উল্টে চালক মো. জুয়েল হোসেন (২৫) নিহত হয়েছেন।

শনিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পত্নীতলা-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল হোসেন নিয়ামতপুর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রলিটি নলকূপ বসানোর সরঞ্জামাদি নিয়ে ধামইরহাট থেকে পত্নীতলায় যাচ্ছিলো। দুপুরে ট্রলিটি বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক জুয়েল নিহত ও আরো চারজন আহত হন।

জুয়েলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।