ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

পাংশায় গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, মার্চ ১৭, ২০১৮
পাংশায় গণপিটুনিতে যুবক নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় গণপিটুনিতে মিজারুল শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পাংশা সদরের মইশালা দক্ষিণপাড়ায় ব্যবসায়ী আব্দুল আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

মিজারুল উপজেলার মইশালা মূর্তিডাঙ্গা গ্রামের খালেক শেখের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে আব্দুল আজিজের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন মিজারুল। পরে উৎসুক জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তারা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিজারুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।