ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

চৌহালীতে যমুনা তীর সংরক্ষণ বাঁধ ধসে ৩০ মিটার বিলীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০১, মার্চ ১৭, ২০১৮
চৌহালীতে যমুনা তীর সংরক্ষণ বাঁধ ধসে ৩০ মিটার বিলীন যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধের ধসে যাওয়া অংশ দেখছেন আতংকিত জনগণ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধে আবারো ধস নেমেছে।

শনিবার (১৭ মার্চ) সকালে উপজেলার মধ্য খাসকাউলিয়া অংশের ৩০ মিটার এলাকা বিলীন হয়েছে নদী গর্ভে। এসময় ধসে গেছে পাথরের বোল্ডসহ জিও টেক্সও।

শুস্ক মৌসুমে নির্মাণাধীন এই বাধে ধস দেখা দেয়ায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। এর আগে গতবছর একই বাঁধের বিভিন্ন অংশে একাধিকবার ধস নামে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র এবং স্থানীয় জনগণ জানায়, চৌহালী উপজেলা সদরের পৌনে চার কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া তিন কিলোমিটার মিলে সাত কিলোমিটার এলাকা রক্ষায় এশিয় উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। বাঁধটিতে গতবছর প্রায় ১৫ বার  ভাঙন দেখা দেয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান জানান, সকালে বাঁধটির প্রায় ৩০ থেকে ৪০ মিটার এলাকা ধসে গেছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানিয়েছেন, ধসের বিস্তৃতি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।