ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বদরগঞ্জে দুস্থদের মধ্যে চেক বিতরণ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, ফেব্রুয়ারি ১, ২০১৮
বদরগঞ্জে দুস্থদের মধ্যে চেক বিতরণ

রংপুর: রংপুরের বদরগঞ্জে উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত অসহায় ও দুস্থদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ করেণ রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন- বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক,
সমাজসেবা কর্মকর্তা গোলাম ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র
রায়, ওসি আখতারুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা সফি সর্দ্দার
প্রমুখ।  

অনুষ্ঠানে ৬০ জন অসহায় ও দুস্থদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।