ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, ফেব্রুয়ারি ১, ২০১৮
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট: সিলেটে ট্রাকচাপায় লায়েক আহমদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় জুনেদ আহমদ (২০) নামে অপর এক আরোহী আহত হন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে এ দুর্ঘটনা ঘটে। লায়েক মোগলাবাজারের কানদেবপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মোটরসাইকেল করে ওই দুই আরোহী জালালপুর থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ প্রধান সড়কের পৌঁছালে মাটি ভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে লায়েক আহমদ নামে একজনের মৃত্যু হয়। এসময় তার পেছনে থাকা জুনেদ আহমদ নামে অপর এক আরোহী  গুরুতর আহত হন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। তবে, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।