ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে দুই মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪০, ফেব্রুয়ারি ১, ২০১৮
বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে দুই মেলা

ঢাকা: মাসব্যাপী চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশাপাশি বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীতে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। একইদিনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে ‘ডেনিম এক্সপো’।
 

এর মধ্যে বাঙালি জাতির প্রাণের মেলা অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিকেল ৩টায় রাজধানীর বাংলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করবেন।

ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে এ মেলা।
 
একইদিন রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে ১৩তম ‘ডেমিন এক্সপো ২০১৮’। এতে তৈরি পোশাক খাতের কোম্পানি, কোম্পানির উদ্যোক্তারা অংশগ্রহণ করবে। এই মেলা শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি (শনিবার)।
 
এছাড়াও দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রফতানি বাড়ানোর লক্ষ্যে বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  
 
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১,২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।