ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, জানুয়ারি ৩১, ২০১৮
পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলক্রসিং এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইদ্রিস আলী (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।  

নিহত ইদ্রিস আলী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকমুসা এলাকার মৃত সাবের আলীর ছেলে।

 

দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে নীলফামারীগামী একটি মালবাহী ট্রাক পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলক্রসিং এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ইদ্রিসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।  

এঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।