ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

এনসিটিবির টেবিলে উত্তাপ, কর্মকর্তা ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, জানুয়ারি ৩১, ২০১৮
এনসিটিবির টেবিলে উত্তাপ, কর্মকর্তা ওএসডি

ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক কর্মকর্তার সঙ্গে কয়েকজন কর্মকর্তার কথা কাটাকাটি থেকে টেবিলের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে ওই কর্মকর্তাকে শাস্তিস্বরূপ ওএসডি করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এনসিটিবিতে কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে প্রেষণে কর্মরত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক ড. তৌফিকা আক্তারকে ওএসডি করা হয়।

‘অসদাচরণের দায়ে’ তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ড. তৌফিকা আক্তার কিছুটা মানসিক ভারসম্যহীন। তিনি উত্তপ্ত বাক্য বিনিময়ের পর টেবিলের গ্লাস ভেঙে ফেলেন।

এনসিটিবি চেয়ারম্যান ড. নারায়ণ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, গ্লাস পড়ে গিয়ে এক কর্মকর্তার হাত কেটে গেছে। তবে ওই কর্মকর্তার নাম জানাননি চেয়ারম্যান। আর অন্য কারণে ড. আবদুল আজিজ ফয়সালকে ওএসডি করা হয়েছে বলেও জানান নারায়ণ চন্দ্র।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এনসিটিবিতে প্রেষণে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত প্রাণিবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল আজিজ ফয়সালকেও ওএসডি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর নির্দেশে তাদের ওএসডি করা হয়। তারা তাৎক্ষণিকভাবে এনসিটিবি থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।