ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে রূপা ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, জানুয়ারি ৩১, ২০১৮
টাঙ্গাইলে রূপা ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবি রূপা ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপা ধর্ষণ ও  হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন পালন করেছে মানবাধিকার আইনজীবী পরিষদ।

জেলা মানবাধিকার আইনজীবী পরিষদের উদ্যোগে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে কোর্ট চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন-টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, অ্যাড. এস আকবর খান, অ্যাড. ওয়ারেস আলী নান্নু, অ্যাড. রফিকুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, অ্যাড. গোলাম মোস্তফা, শামস্ উদ্দিন, ফারুক আহমেদ, গোলাম মোস্তফা সিকদার প্রমুখ। এসময় আইনজীবীসহ রূপার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।