ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৪, জানুয়ারি ৩১, ২০১৮
ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে আব্দুল বারেক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

ব‍ুধবার (৩১ জানুয়ারি) ভোর রাতে বাংলাদেশ সীমান্ত বালিয়াডাঙ্গীর রত্নাই এর ৩৮৩ পিলার এলাকার বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়।
 
গরু ব্যবসায়ী আবদুর বারেক উপজেলার রত্নাই মরাধার গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু বাংলানিউজকে জানান, আবদুর বারেককে রত্নাই সীমান্তের বড়কোট এলাকার ধলঞ্চা ব্রিজ থেকে ধরে নিয়ে যায় বিএসএফ।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন (বিজিবি এমএস) ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন এ ব্যাপারে বিকেলে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।