ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, জানুয়ারি ৩০, ২০১৮
খুলনায় খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনা: খুলনায় খাস জমির উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে জেলার রূপসা উপজেলার ভবানীপুরের আঠারোবেকী নদীর মূল খাস জমিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

বাংলানিউজকে তিনি বলেন, খুলনা জেলায় ভুতিয়ার বিল এবং বর্নাল-সলিমপুর-কোলাবাসুখালী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত রূপসা উপজেলার ভবানীপুরের আঠারোবেকী নদীর মূল খাস জমির উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

উচ্ছেদ কার্যক্রমে তিনটি ইটভাটা অপসারণ করা হয় এবং সংলগ্ন বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, ইটভাটা অপসারণ কাজে প্রায় ৫০ জন শ্রমিক অংশগ্রহণ করেন এবং ২০ টি এক্সকেভেটর ব্যবহৃত হয়। নদী রক্ষার্থে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা পুলিশ, রূপসা থানা পুলিশ ও র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ প্রায় ৪৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড, বিডিপিএল, এ আর কে গ্রুপ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।