ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

শ্রীনগরে ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, ডিসেম্বর ১৮, ২০১৭
শ্রীনগরে ইয়াবাসহ নারী আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক হাজার পাঁচ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার ৮১ টাকাসহ মিতু আক্তার কমলা (২৮) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট এলাকার আব্দুল মালেক বেপারীর নিউ শাহী মামা হালিম হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১।

 

আটক মিতু আক্তার কমলা শ্রীনগর উপজেলার পানিয়া গ্রামের আলী হোসেন শেখের মেয়ে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, কমলার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

এর আগে এ বছরের জানুয়ারি মাসে পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তাকে আটক করেছিল র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ