ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, নভেম্বর ৩০, ২০১৭
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

গাজীপুর: টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ট্রেনের ধাক্কায় হৃদয় (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পূর্ব আরিচপুর এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইন পার হওয়ার সময় হৃদয়ের ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই সে মারা যায়।  

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয়ের বাড়ি নরসিংদীতে বলে জানা যায়। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।