ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে ব্যাংকে চুরির ঘটনায় ৩ কর্মকর্তা-কর্মচারী জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, নভেম্বর ৩০, ২০১৭
জয়পুরহাটে ব্যাংকে চুরির ঘটনায় ৩ কর্মকর্তা-কর্মচারী জেলে

জয়পুরহাট: জয়পুরহাট শহরের বাটার মোড়ে জনতা ব্যাংক শাখা থেকে ৪৫ লাখ টাকা চুরির ঘটনায় ব্যাংকের দুই ক্যাশিয়ার ও এক পিয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ব্যাংকের ক্যাশিয়ার মো. রায়হান আলী ও সাইফুল ইসলাম এবং পিয়ন আমানত হোসেন।

 

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক জানান, বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় টাকা চুরির ঘটনায় ব্যাংকের ম্যানেজার শাহ্ আলম বাদী হয়ে ওইদিন রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য ক্যাশিয়ার রায়হান আলী ও পিয়ন আমানত হোসেনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আরেক কেশিয়ার সাইফুল ইসলামকে আটক করার পর তিনজনকেই গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।  

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০.৫৩ মিনিটে এক ব্যক্তি ব্যাংকের ভেতরে ঢুকে ক্যাশ কাউন্টারে থাকা টাকার একটি ব্যাগ তুলে নিয়ে অন্য একজন ব্যক্তিকে পার করে দেয়। পরে তারা দুজনেই ব্যাংক থেকে চলে গেলে ১৫ মিনিট পর ৪৫ লাখ টাকা চুরির বিষয়টি জানাজানি হয়।   ‍

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।