ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

সিরাজদিখানে হোটেল ও বিভিন্ন মোটরযানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, নভেম্বর ৩০, ২০১৭
সিরাজদিখানে হোটেল ও বিভিন্ন মোটরযানকে জরিমানা সিরাজদিখানে হোটেল ও বিভিন্ন মোটরযানকে জরিমানা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের বেশ কয়েকটি হোটেল ও বিভিন্ন মোটরযানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত উপজলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অপরিচ্ছন্নতা, মিষ্টির ওজনে কম এবং খাদ্য তালিকা না থাকায় সিরাজদিখান বাজারে বিপ্লব হোটেলকে ৬০০০ টাকা, আকাশ হোটেলকে ২০০০ টাকা, রাধা রাণী মিষ্টান্ন ভান্ডারকে ৮০০০ টাকা, নিরালা হোটেলকে ৪০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার কাচারী এলাকায় বিভিন্ন মটরযানকে ৬৫০০ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. ইলিয়াস।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।