ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বাগমারায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, নভেম্বর ৩০, ২০১৭
বাগমারায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজশাহী: রাজশাহীর বাগমারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রতন আলী (২৫) নামের এক নসিমন যাত্রী নিহত হয়েছেন।

রতন নওগাঁর রানীনগর উপজেলার পূর্ব বালুপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ও পেশায় ব্যবসায়ী।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বলিদাপাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বাংলানিউজকে জানান, নিহত রতন একজন দড়ি ব্যবসায়ী। দুপুরে তিনি নসিমনে করে দড়ি নিয়ে বাগমারার মোহনগঞ্জ হাটে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গেলে তার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রতন আলী।

ওসি নাসিম আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে।

চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি নাসিম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭ 
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।