ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে ১৪৩ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, নভেম্বর ২৯, ২০১৭
দৌলতপুরে ১৪৩ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষাকে ডিজিটালের আওতায় আনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণের উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।