ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, নভেম্বর ২৯, ২০১৭
রাজধানীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মুকবুল মাস্টার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মুকবুল মাস্টারের মেয়ে মুন্নী বাংলানিউজকে জানান, রামপুরা মহানগর প্রজেক্ট থেকে হাতিরঝিলের দিকে বের হওয়ার রাস্তার মুখে একটি দ্রুতগামী মোটরসাইকেল মুকবুল মাস্টারকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মুকবুল মাস্টারের গ্রামের বাড়ি বাহ্মণবাড়ীয়ার আখাউড়ায়। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। রামপুরা বাগিচার টেক এলাকায় বসবাস করতেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।