ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় আন্তঃনির্ভরশীলতা বিষয়ক ফিচার লিখন কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, নভেম্বর ২৯, ২০১৭
সাতক্ষীরায় আন্তঃনির্ভরশীলতা বিষয়ক ফিচার লিখন কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় দুই দিনব্যাপী বৈচিত্র্য ও আন্তঃনির্ভরশীলতা বিষয়ক ফিচার লিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এই কর্মশালা শেষ হয়।

বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্টাডিজ (বিয়াস) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এ কর্মশালার আয়োজন করে।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াসের কোর্স সমন্বয়কারী গবেষক বাহাউদ্দিন বাহার।

আরো বক্তব্য রাখেন- শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, প্রশিক্ষণার্থী এসএম নাহিদ হাসান, মোহাম্মদ আরিফুল ইসলাম ও সুমাইতুল কোবরা সৃষ্টি।

কর্মশালায় সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন প্রশিক্ষক হিসেবে ফিচার লিখনের বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন।

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।