ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সচিব হলেন ৪ কর্মকর্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, নভেম্বর ২৯, ২০১৭
সচিব হলেন ৪ কর্মকর্তা

ঢাকা: প্রশাসনে চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ চার অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতি দিয়ে বুধবার (২৯ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
রেওয়াজ অনুযায়ী, পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।


 
এরপর পৃথক আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
 
পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অপরূপ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।